সরকারি প্রকল্পে ভাঙচুর ঘিরে উত্তেজনা এলাকায়। রাতের অন্ধকারে সরকারি শৌচালয় আর্থ মুভার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেসের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। শৌচালয় ভাঙার প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীদের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরও একাধিক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলে