আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল বসত বাড়ি সহ গোয়ালঘর।গটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে নদীয়ার কৃষ্ণগঞ্জের ভারত - বাংলাদেশ সীমান্তের হরিশনগরের রাস্তার ধারে রবীন্দ্রনাথ জোয়ারদ্ধারের বাড়িতে।গ্ৰামের সাধারণ মানুষ মটর চালিয়ে পাইপ দিয়ে আগুন দীর্ঘক্ষণের প্রচেষ্টায় নেভায়।ঘরে থাকা জমির পেঁয়াজ, আসবাবপত্র সহ দরকারি নথিপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।গোয়াল ঘরেও আগুন লেগে ভস্মীভূত হয়ে একটি গবাদিপশুর মৃত্যু হয়।