এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করল মাথাভাঙা থানার পুলিশ। রবিবার বেলা দুটো নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে নিয়ে আসা হয়। ঘটনাটি মাথাভাঙা ১ নং ব্লকের হাজরা হাট গ্রাম পঞ্চায়েতের দই ভাঙ্গি এলাকায়। জানা গেছে এদিন বাড়ির লোকজন মাঠে কাজে বেরিয়েছিলেন সেই সুযোগে নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে।