পৌষ পার্বণ পরবের মধ্যে অনলাইন মোবাইল রিপেয়ারিং সেন্টারে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঘমুন্ডি এলাকায়। পুরুলিয়া তথা মানভূম এলাকার অত্যন্ত জনপ্রিয় পরব পৌষ পার্বণ অর্থাৎ মকর সংক্রান্তির আবহে বাঘমুন্ডির চুড়কি মোড় এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। চুড়কি গ্রামের বাসিন্দা শিবনাথ কুমার বুধবার সকাল ১১ টা নাগাদ জানান গতকাল রাত্রে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। আজ বুধবার সকালে দোকান খুলতে এলে চক্ষু চড়ক হয়ে পড়ে। দোকানের তালা ভাঙ্গা রয়েছে। ভেত