হবিবপুর: স্বপ্নে দেবীর নির্দেশে পুজো শুরু, আজও পূজিত ‘শেফালী কালী মা’ মধ্যম কেন্দুয়া এলাকায় চলছে কালীপুজোর প্রস্তুতি।
মালদাহ জেলার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া গ্রামে প্রায় ৪৫ বছর আগে মুসলিম মহিলা শেফালী বেওয়ার স্বপ্নাদেশে শুরু হয় এই অনন্য কালীপুজো। গুরুতর অসুস্থ অবস্থায় মা কালী তাঁকে স্বপ্নে পুজো করার নির্দেশ দেন। পরে তাঁর শরীরে মা কালী ভর করে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন — সেই থেকেই শুরু হয় ‘শেফালী কালী পুজো’বর্তমানে মধ্যম কেন্দুয়া সার্বজনীন শ্রীশ্রী কালী পূজা কমিটি পুজোর আয়োজন করে