জঙ্গলের বাঁশ বাগান থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে আরামবাগের মহেশপুর এলাকায়।মৃতার নাম রেবতী হাজরা।বাড়ি ডিহিবইরা রায়পুকুরে।জানা যায়,এদিন মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা জঙ্গলের মধ্যে বাঁশ বাগানে মহিলা দেহ ঝুলতে দেখে।ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।বহু মানুষ জড়ো হয় সেখানে।খবর দেয়া হয় থানায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।