অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার পরেও বাড়ি তৈরির কাজ শুরু না করায় উপভোক্তাদের নোটিশ দিয়ে সতর্ক করা হল। বুধবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ মঙ্গলকোটের ঝিলু গ্রামে এমনই দৃশ্য দেখা যায়। সেখানকার বাসিন্দা মহাদেব সর্দার হলেন বাংলার বাড়ি প্রকল্পের একজন উপভোক্তা। তার অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা ঢুকে গেলেও তিনি এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেননি বলেই অভিযোগ। তাই এদিন পুলিশের উপস্থিতিতে ব্লক প্রশাসনের কর্মীরা তাকে অতিসত্বর বাড়ি তৈরির কাজ শুরু করার পরামর্শ দেয়।