ভগবানগোলা থানার অন্তর্গত হাবাসপুর নাজির মহালদারের পাড়ায় সোমবার সকালে রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে চাঞ্চল্যকর মারধরের ঘটনা ঘটে। অভিযোগ, রমজান সেখ, সেলিনা বিবি (মা ও ছেলে) এবং তাদের দুই মাসতুতো ভাই—আলী হোসেন, মোরসালিম সেখ ও হাসান সেখ—মোট তিনজনকে মারধর করা হয়। আহতদের অভিযোগ, তাদের মাসি ও মাসতুতো দুই ভাই জোর করে রাস্তা ঘিরে ফেলে চলাচলে বাধা দিচ্ছিল। হাঁটতে দিতে অস্বীকার করায় প্রতিবাদ জানাতে গেলে আচমকাই তাদের উপর হামলা চালানো হয়। মারধরের সময় আশপাশের প্রতি