কান্দি: কান্দিতে আয়োজিত হল শিশু মেধা অনুসন্ধান পরীক্ষা! আনন্দে পরীক্ষা দিলেন খুদে ছাত্র ছাত্রীরা,উপস্থিত MLA
কান্দিতে আয়োজিত হল শিশু মেধা অনুসন্ধান পরীক্ষা! আনন্দে পরীক্ষা দিলেন খুদে ছাত্র ছাত্রীরা কান্দির বিধায়ক অপূর্ব সরকার এক অভিনব উদ্যোগ গ্রহণ ।কান্দি পৌরসভা ও কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত হল রবিবার সকালে শিশু মেধা অনুসন্ধান পরীক্ষা ।এবছর এই প্রথম পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়। কান্দি বিধানসভা এলাকায় ২৪টি স্কুলে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে ৭৪০০ জন এই পরীক্ষা দিলেন। এদের মধ্যে থেকে প্রথম ১০০জ