শীতলকুচি: পেটলানেপড়া এলাকায় এক নববধূর প্রায় দুই ভরি সোনার অলংকার চুরি যাওয়ার অভিযোগ দায়ের থানায়
মঙ্গলবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত পেটলা নেপরা এলাকায় এক নববধূর সোনার গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য। জানা যায় গত ২৬ শে নভেম্বর পেটলা *নেপরা* এলাকায় তাদের বৌভাত এর আয়োজন অনুষ্ঠিত হয়। সেই বৌভাতের অনুষ্ঠানে পাঁচজন ক্যামেরাম্যান আসে এবং বৌভাতের শেষ পর্যায়ে যখন নববধূ খেতে যায় সেই সময়ের মধ্যে ওই ক্যামেরাম্যানের মধ্যে দুজন নববধূর ঘরে ঢুকে সোনার অলংকার চুরি করে বলে অভিযোগ। এ বিষয়ে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নববধূর পরিবার।