শুক্রবার দুপুরে বিভিন্ন দাবিকে সামনে রেখে ও আগামী ১১ডিসেম্বর রাধাবাজারে জনসভাকে সফল করতে রানীরঘাট দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সমাপ্ত হয় প্রাচীন মায়াপুর বাজার এলাকায়,উল্লেখ থাকে আগামীকাল ২৯নভেম্বর CPI(M) এর ডাকে রাজ্যের সাধারণ মানুষের জীবিকার একগুচ্ছ দাবি নিয়ে কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হতে চলেছে বাংলা বাঁচাও যাত্রা,এদিন উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সুমিত দে,জেলা কমিটির সম্পাদক মেঘলাল শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।