আজ পৌষ মাসের শেষ রবিবার, তবে বাঙালির কাছে পৌষ মাস মানেই পিকনিকের একটা ব্যাপার থেকেই থাকে। আজ দুপুরে ঠিক এমনই চিত্র লক্ষ্য করা গেল বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত নারায়ণঘাটি আম বাগানে, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে কোথাও গ্রামের যুবক যুবতী বা কেউ আবার ফ্যামিলি নিয়ে এছাড়াও বিভিন্ন স্কুলের পক্ষ থেকেও পিকনিক করতে জমায়েত হয়েছে নারায়নঘাটি আম বাগানে।