প্রতিবছরের ন্যায় এবছরও আখান যাত্রার পরের দিন ৭০ তম ঐতিহাসিক সতী মেলা অনুষ্ঠিত হল বাঘমুণ্ডিতে। শুক্রবার বিকাল পাঁচটা নাগাদ বাঘমুণ্ডি ব্লকের নিধিয়াডি, ঝাবরি গ্রাম ষোলোআনার উদ্যোগে সতী মেলা ময়দানে অনুষ্ঠিত হল ঐতিহাসিক সতী মেলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই মেলার উদ্দেশ্য সতীদাহ প্রথার যুগ বাংলার ১৩৬৩ সালের ১৮ই জ্যৈষ্ঠ ইংরাজির ১৯৫৭ সালের ২ রা জুন সরলাদেবী নামের এক নারী তাঁর স্বামী মারা যাবার কারণে তিনি সতী যান। সেই কারণে এই এলাকায় সতী মেলা উদযাপন করে আসছে।