রামনগর ১: দামে কম,স্বাদে অতুলনীয়, আন্তর্জাতিক বাজারে এই মাছের চাহিদা প্রচুর,দীঘায় বেড়াতে গিয়ে এই মাছ খেয়েছেন?
দামে কম, স্বাদে অতুলনীয়, বাঙালির পছন্দের তালিকায় না থাকলেও বিশ্ববাজারে এই মাছের চাহিদা তুঙ্গে, এই মাছের নাম রিবন ফিস শীতের মৌসুমে দীঘা মোহনায় এই মাছ প্রচুর পাওয়া যায়। সামুদ্রিক এই মাছের খনিজ পদার্থের ভরপুর গুণগত মান খুবই ভালো, এই মাছ দেখতে ফিতার মত লম্বা ,১০০ থেকে ১৫০ গ্রাম হলে চীনের রপ্তানি করা হয়। ১০০ গ্রামের নিচে হলে এই মাছ শুকনো করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ সহ একাধিক দক্ষিণ পূর্ব এশিয়ায় এই মাছ বিপুল পরিমাণে রপ্তানি করা হয় |