মকর সংক্রান্তির পরের দিন আজ বৃহস্পতিবার আখ্যান যাত্রা।এদিনটিতে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের গ্রাম গুলিতে গ্রাম্য দেবতার পুজো হয়ে থাকে। এই আখ্যান দিনে মেলাও বসে জেলার বিভিন্ন এলাকায়।এদিন আখ্যান যাত্রা উপলক্ষে পুরুলিয়ার সেরা তথা রাজ্যের অন্যতম রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে সকাল থেকেই ভিন রাজ্য ঝাড়খন্ড বিহার সহ এই রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে ভিন জেলা থেকেও প্রচুর ভক্তরা আসেন মৌতড়ের কালীমন্দিরে।