কেশপুর: কেশপুরের মহিষদা পেট্রোল পাম্পের সামনে রাজ্য সড়কে পথদুর্ঘটনায় আহত তিন। তিনজনকেই পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি
পশ্চিম মেদিনীপুর কেশপুরের ৬ নম্বর রাজ্য সড়কে পথ দুর্ঘটনা যখন তিন। তিনজনের মধ্যে গুরুতর এক জন তাদের তিনজনকেই কেশপুর থানার পুলিশ উদ্ধার করে কেশপুর গ্রামীণ হসপিটালে প্রাথমিক চিকিৎসা করিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিজিৎ দলুই গ্রাম বাজার দাসপুর, ভগিরথ পুইলা,পিতা বেনু পুইলা গ্রাম বাঁশগেড়া, প্রতাপ পুইলা, পিতা ধেনু পুইলা, গ্রাম বাঁশগেড়া। ঘটনাটি ঘটেছে আজ বেলা দশটা নাগাদ কেশপুরের মহিষদা ৬ নম্বর রাজ্য সড়কের উপর