রতুয়া ২: চুড়ি ছিনতাই ঘটনা রতুয়া জুড়ে বাড়তে থাকায় পুলিশের নজরদারির দাবি তুলছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ
Ratua 2, Maldah | Nov 29, 2025 সাম্প্রতিক সময়ে রতুয়া জুড়ে একের পর এক দোকানে বাড়িতে চুরির ঘটনার সামনে এসেছে। দুষ্কৃতির দৌরাত্ম মতো ঘটনা একের পর এক ঘটে চলায় চিন্তিত এলাকার ব্যবসায়ী মহল থেকে সাধারণ মানুষ। বিচ্ছিন্ন এলাকার জুড়ে নেশাগ্রস্ত যুবক জুয়ারীদের সংখ্যা বেড়েছে আর তারা এই সমস্তটাতে যুক্ত এমনটাই মনে করছে এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।পুলিশ প্রশাসন করা হাতে এই দুষ্কৃতি দৌরাত্মের বিরুদ্ধে পদক্ষেপ নিলে কেউ রেহাই পাবে না এমনটাই দাবি করছে ব্যবসায়ীরা।তাই কড়া নজরদারির দাবি।