ধৃতের জয়ন্ত ঘোষ,বাড়ি মায়াপুর ভারুইডাঙ্গা এলাকায়,অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে মায়াপুর থেকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মারধর সহ অন্যান্য ধারায় মামলার রুজু করে আজ দুপুরে পেশ করা হয় আদালতে,সূত্রের খবর গত ১৩ ডিসেম্বর মায়াপুর ভারুইডাঙ্গা এলাকায় বচসার জেরে প্রতিবেশী এক বৃদ্ধকে মারধরের পাশাপাশি জোরপূর্বক আটকে রাখার অভিযোগ উঠলে ১৫ ডিসেম্বর অভিযুক্ত যুবক জয়ন্ত ঘোষের বিরুদ্ধে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত।