নানুর: পাপুড়ি গ্ৰামের হিন্দু সম্প্রদায় দের সাথে নবান্ন উৎসবে সামিল হলেন সভাধিপতি কাজল সেখ
Nanoor, Birbhum | Dec 14, 2025 নিজের ছোট্ট কন্যাকে নিয়ে হিন্দু সম্প্রদায় দের বাড়িতে গিয়ে নবান্ন উৎসবে সামিল হলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।উল্লেখ্য, গ্ৰাম বাংলার রীতি অনুযায়ী কার্তিক মাসের শেষে জমি থেকে নতুন ধান উঠলে হিন্দু ধর্মের মানুষরা সেই ধানের চাল নিয়ে অগ্রহায়ণ মাস ভর নবান্ন উৎসব পালন করেন।সেই মতো অগ্ৰহায়ণ মাস শেষে রবিবার নানুরে পাপুড়ী গ্ৰামে ছিলো নবান্ন উৎসব। আর সেই উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে গিয়ে নবান্ন উৎসবে অংশ নিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি।