রঘুনাথপুর ২: মৌতড়ে পরিবর্তন সংকল্প সভা করবেন শুভেন্দু অধিকারী,চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি,মাঠ পরিদর্শন করলেন বিধায়ক সহ অন্যান্যরা
আগামীকাল ১০ই জানুয়ারি শনিবার পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২নম্বর ব্লকের মৌতড় তরুণ সংঘের ফুটবল মাঠে পরিবর্তন সংকল্প সভায় আসবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তারি শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সারা মৌতড় এলাকাজুড়ে উৎসবের মেজাজে দলীয় পতাকা থেকে তোরণ দিয়ে ছেয়ে ফেলা হয়েছে এলাকা।ব্যাপক উৎসাহ উদ্দীপণা দলের নেতা কর্মীদের মধ্যে লক্ষ্য করা যায় এদিন। মাঠ পরিদর্শন করে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন বিধায়ক।