নলহাটি ১: বিনামূল্যে রেজিস্ট্রেশনের দাবি সহ ৫ দফা দাবিতে নলহাটিতে ২দিনের টোটো ধর্মঘটের ডাক দিল নলহাটির টোটো চালকরা
বিনামূল্যে রেজিস্ট্রেশনের দাবি সহ ৫ দফা দাবিতে নলহাটিতে ২দিনের টোটো ধর্মঘটের ডাক দিল নলহাটির টোটো চালকরা। আজ বুধবার বেলা ১২টা নাগাদ নলহাটি হরিপ্রসাদ হাইস্কুল ফুটবল ময়দানে জমায়েত করেন নলহাটি শহর তথা আশেপাশে এলাকার শতাধিক টোটো চালকরা, এখানে তারা করেন একটি বৈঠক।এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল এবং পরশু দুদিন নলহাটি এলাকায় টোটো ধর্মঘটের ডাক দিয়েছেন টোটো চালকরা।