মথুরাপুর ২: পূর্ব শ্রীধরপুর এলাকায় পানীয় জলের সংকট মেটাতে এবার আগিয়ে এলো মুক্তি নামক এক সংস্থা
দক্ষিণ 24 পরগনার মথুরাপুর দু'নম্বর ব্লকের পূর্ব শ্রীধরপুর সুন্দরবনের নদীমাতৃক এলাকা এই এলাকায় বেশিরভাগই নোনা জল তাই পানীয় জলের সংকট মেটাতে আগিয়ে এলো পূর্ব শ্রীধরপুর এলাকার মুক্তি সংস্থা প্রায় কয়েক মাস ধরে দশ টাকার বিনিময়ে বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছে কুড়ি লিটার পানীয় জল ফলে সুবিধা পাচ্ছেন নদীমাতৃক এলাকার গ্রামবাসীরা পাশাপাশি এ বিষয়ে আজ অর্থাৎ রবিবার বিকাল তিনটে ৪০ মিনিট নাগাদ পাবলিক অ্যাপে কি বললেন স্থানীয় এক মহিলা