মালদহের ইংলিশ বাজারের সাদুল্লাপুর পুলিশ ফাড়ির নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। বুধবার মকর সংক্রান্তির সন্ধায় নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এলাকাবাসীদের দাবি এবং সহযোগিতায় স্থানীয় একটি ক্লাবের জায়গার এক প্রান্তে তৈরি হয় এই পুলিশ ফাঁড়ি। কিন্তু পুলিশ ফাঁড়ির নিজস্ব কোন ঘর না থাকায় একটা সমস্যা ছিল। অবশেষে সেই সমস্যার সমাধানে এলাকার দুই বিশিষ্ট সমাজসেবী গোপাল রায় এবং প্রদীপ মন্ডল সহ গ্রামবাসীরা এগিয়ে আসেন।