খোয়াই: বারবিল এলাকা থেকে গাঁজা সহ ধৃত তিনজনকে খোয়াই জেলা আদালতে পেশ করে পুলিশ।
Khowai, Khowai | Dec 2, 2025 গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই সুভাষ পার্ক পুলিশ বারবিল এলাকা থেকে গাজা সহ তিনজনকে গ্রেফতার করে। ধৃত তিনজন হল একজন বাড়ির মালিক গাঁজা ব্যবসায়ী অপর দুইজন গাঁজা ক্রয়কারি। ধৃতদের খোয়াই জেলা আদালতে পেশ করে।