পুরুলিয়া ২: পুরুলিয়া ২ নং ব্লকের পলাশকোলা প্রাইমারি স্কুলে মিড ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখলেন BDO
আজ দুপুরে পরিদর্শনে গিয়ে পুরুলিয়া দু নম্বর ব্লকের পলাশকোলা প্রাইমারি স্কুলের পড়ুয়াদের মিড ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখলেন বি ডি ও । তিনি কিচেন সেড, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, পড়ুয়ার এর রান্না করা খাবারের গুণগত মান সহ বিভিন্ন দিক খতিয়ে দেখেন ।