বাড়ির অদূরে জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের বাঙ্গার এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম সুধীর যোগী(৪৫)। সুধীর পেশায় দিনমজুর। জানা গিয়েছে, এদিন দুপুরে জাতীয় সড়ক পার হতে গিয়ে রায়গঞ্জ মুখী একটি লরি সুধীরকে ধাক্কা মেরে পালিয়ে যায়। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুধীরের। এরপর তাঁর দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ।