COD দাবিতে ধর্না দশম দিনে পড়ল গেঁওয়া খালি জল প্রকল্প হলদিয়া বাসুদেবপুর পাম্পিং স্টেশন।গত দু'বছর ধরে শ্রমিকদের COD হয়নি।বেশ কয়েকবার উপশ্রম দপ্তরে বৈঠক হলেও সমাধান সূত্র না মেলায় শ্রমিকরা ধনা বুসেন। শুক্রবার ধর্না দশম দিনে পড়ল। শুক্রবার বিকাল তিনটার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানাল আন্দোলনকারী শ্রমিকরা।