ইসলামপুর পুলিশ থানায় নতুন লেডি পুলিশ ব্যারাকের উদ্বোধন হল আজ । শুক্রবার দুপুরে পুলিশ সুপার জবি থমাস এই লেডি পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা, ডিএসপি সুব্রত দাস, আইসি হীরক বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই নতুন ব্যারাক মহিলা পুলিশের জন্য এক নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে। পুলিশ সুপার জবি থমাস বলেন, 'এই নতুন ব্যারাক মহিলাদের কাজের পরিবেশ আরও উন্নত করবে।'"