ঘটনাটি শুক্রবার রাতে তুফানগঞ্জ দুই ব্লকের ধন মতিয়া এলাকার ঘটনা। গুরুতর আহত যুবকের নাম উৎপল দাস। তার বাড়ি মেচকোকা এলাকায়। পরিবারের তরফ থেকে জানা গেছে শুক্রবার রাতে বাইক নিয়ে বাড়িতে ফেরার পথে রাস্তার পাশের খালের মধ্যে বাইক সমেত পড়ে যায় ওই যুবক। আশেপাশের লোকজন শব্দ পেয়ে দ্রুত উদ্ধার করে তাকে তুফানগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেয়।