চন্দ্রকোনা ১: ফুচকা খেয়ে অসুস্থ প্রায় ৩৫ জন ফুচকা প্রেমী,চন্দ্রকোনার ঘটনা
ফুচকা খেয়ে অসুস্থ প্রায় ৩৫ জন ফুচকা প্রেমী চন্দ্রকোনায় ফুচকা খেয়ে অসুস্থ প্রায় ৩৫ জন, তড়িঘড়ি অসুস্থদের নিয়ে আসা হোলো হাসপাতালে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মাধবপুরের বেলগেড়িয়াতে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় ৩৫ জন। জানা যায় গতকাল সন্ধায় যারা এই ফুচকা খেয়েছেন তাদের প্রত্যেকেরই হঠাৎ রাত্রির পর থেকে পায়খানা এবং বমি শুরু হয়।