খোয়াই: দ্রুত গতিতে যান চালানোয় দুর্ঘটনা:যান চালকের জরিমানার নির্দেশ খোয়াই জেলা আদালতের
Khowai, Khowai | Nov 30, 2025 দ্রুতগতিতে যান চালানোয় দুর্ঘটনায় এক শ্রমিক আহত হওয়ার মামলায় দোষী সাব্যস্ত যান চালককে জরিমানার নির্দেশ দিল আদালত।জরিমানার অর্থ অনাদায়ে যান চালককে ছয় মাসের কারাভোগ করতে হবে।ঘটনা ২০শে মার্চ ২০১৯সাল তারিখে।টি আর-০১বি-৪০৭৭নাম্বারের একটি যাত্রীবাহী ম্যাক্সগাড়ি কাঁকড়াছড়া থেকে যাত্রী নিয়ে তেলিয়ামুড়া আসছিল।মাঝপথে গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়।গাড়িটি উল্টে গিয়ে সুধন দাস নামে এক ব্যক্তি আহত হয়। পরে থানায় অভিযোগ জানানো হয়। আদালত গাড়ি চালককে ছয় হাজার টাকা জরিমানা করে।