পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক বছর 65র বৃদ্ধার।মৃত ঐ বৃদ্ধার নাম শান্তি তন্তুবাই।তার বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া থানার অন্তর্গত গোপালপুর গ্রামে।স্থানীয়রা জানান,শুক্রবার ঐ বৃদ্ধা মহিলা গ্রামের অদূরে একটি পুকুরে শীতকে উপেক্ষা করেই ঘঘলি কুড়োনোর জন্য পুকুরের জলে নেমেছিলেন। ঐ সময় সে কোন রকম ভাবে ঐ পুকুরের জলে তলিয়ে যায়।ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই এলাকার বাসিন্দাদের খবর জনালে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।