মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট সম্পন্ন হতেই চুরির অভিযোগ তুললেন বিরোধী সদস্যরা। গত আড়াই বছর ধরে বিভিন্ন বিষয়ক পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্যদের অন্ধকারে রেখে চুরি করে গেছেন শাসকদলের সদস্যরা এমনটাই অভিযোগ তুললেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির সদস্য উজ্জ্বল মন্ডল। পঞ্চায়েত সমিতির অধীনে থাকা ঘাট গুলি অবৈধভাবে টাকার খেলায় শাসক দলের নেতারা দিয়ে দিয়েছেন। পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিলের অর্থ ব্যক্তিগত স্বার্থে শাসকদলের নেতারা ব্যবহার করেছে।