সেডের অবস্থা দেখে রেগে আগুন আরামবাগের সাংসদ।জানা যায়,সাংসদ তহবিলের বরাদ্দ প্রায় সাড়ে 3 লক্ষ টাকায় গোঘাট-1 BDO অফিসে সাইকেল সেড তৈরী হয়েছে।আজ তা পরিদর্শনে গিয়ে প্রথমে সেড খুঁজেই পাচ্ছিলেন না আরামবাগের সাংসদ।পরে একটি পরিতক্ত জায়গায় খুঁজে পান।রেগে আগুন হয়ে যান তিনি।দেওয়ালে ফাটল আর পুরানো সেড রং করে নতুন করা হয়েছে কেন?কেন শুনতে হবে MP টাকা মেরে নিয়েছেন?এই প্রশ্ন করে সরকারি আধিকারিকদের প্রকাশ্যে ধমক দেন।দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন BDO।