চোপড়ায় বাঘের আতঙ্ক। বাঘের আতঙ্কে রীতিমতো জড়োসড়ো হয়ে রয়েছে কুসুমবাগান এর চা শ্রমিক থেকে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম। আমরা জানি শীতের মরশুমে পাহাড়ি জঙ্গল থেকে বাঘ নেমে আসে সমতলে, ঠিক তেমনি ঘটনা এই চোপড়ার কুসুম চা বাগানে, বাগানের শ্রমিকেরা জানান একমাস ধরে এই আতঙ্কে ভুগছেন তারা, বেশ কয়েকবার কিছু কিছু মানুষের চোখে দেখাও মিলেছে বাঘ মামার। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে তাদের যে কারণে সেটা হল বাড়ির পোষ্য শূকর, মুরগি, ছাগল হঠাৎ উধাও হয়ে যাচ্ছে,