বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কৃষ্ণনগরে পথে নামল হিন্দু সমাজ। রবিবার সন্ধ্যায় কৃষ্ণনগর রাজবাড়ী চত্বর থেকে শুরু হয়ে এই প্রতিবাদী পদযাত্রা শেষ হয় শহরের পোস্ট অফিস মোড়ে।পদযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ‘দীপু হত্যার বিচার চাই’, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করো’—সহ একাধিক স্লোগান দিতে থাকেন।পদযাত্রায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সদস্যরা অংশ নেন।