বামনগাছিতে দাঁড়াল না এসি লোকাল: ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা, পরে রেলের আশ্বাসে মিটল সমস্যা বনগাঁ-শিয়ালদা শাখার বামনগাছি স্টেশনে এসি লোকাল না দাঁড়ানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল নিত্যযাত্রীদের মধ্যে। শুক্রবার সকালে নির্ধারিত সময়ে ট্রেন না থামায় স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। দীর্ঘ আবেদনের পর পাওয়া স্টপেজে কেন হঠাৎ ট্রেন থামল না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গতবছর ৫ই সেপ্টেম্বর থেকে বনগাঁ-শিয়ালদা শাখায় এসি লোকাল চলাচল শুরু হলেও প্রথম দিকে ব