রঘুনাথপুর ২: ১১পয়সায় পুষ্টির খোঁজ, সরকারী বরাদ্দ অর্থ থেকে বেশি দামে কিনতে হচ্ছে ডিম,চেলিয়ামার CDPO অফিসে বিক্ষোভ ICDS কর্মীদের
সরকারি বরাদ্দ সাড়ে ৬টাকা, বাজার থেকে ডিম কিনতে হচ্ছে ৮টাকাতে,সেন্টার চালাতে হিমশিম ICDS কর্মীরা।পকেট থেকে দিয়ে পুষ্টিকর খাবার ডিম দিতে গিয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা অঙ্গনওয়াড়ি কর্মীদের।সরকারের নির্দেশ প্রতিদিন ডিম দিতে হবে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে।বাজারে বর্তমানে এক একটি ডিমের দাম ৮টাকা।কিন্তু সরকারি ভাবে এক একটি ডিমের দাম বরাদ্দ সাড়ে ৬টাকা।অর্থাৎ দেড় টাকা পকেট থেকে দিয়ে ডিম কিনে সেই ডিম পুষ্টিকর খাবার হিসেবে সেন্টারে দিতে হবে।