ময়ূরেশ্বর ১: পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবে ধীরেন্দ্র শাস্ত্রী, এলাকায় বার্তা পৌঁছাতে মল্লারপুরে পৌঁছালো বিশেষ রথ
আগামী ৭ই ডিসেম্বর ২০২৫ রবিবার সকাল ৯ টা থেকে কলকাতার ব্রিগেড পেরেঠ ময়দানে হতে চলেছে পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ। ভারতবর্ষের ইতিহাসে সাক্ষী হতে চলেছে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গীতা মনীষী মহামণ্ডলেশ্বর পূজ্যস্বামী জ্ঞানানন্দজী মহারাজ। প্রধান অতিথিরূপে উপস্থিত থাকবেন পদ্মভূষণ পরমপূজনীয়া বাৎসল্য মূর্তি সাধ্বী ঋতম্ভরা । বিশেষ আমন্ত্রিত অতিথিরূপে উপস্থিত থাকবেন বাগেশ্বরধামের ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ ।