ঝালদা ২: বাসের ব্যাটারি চুরির অভিযোগে ১ ব্যক্তিকে গ্রেফতার করলো কোটশীলা থানার পুলিশ, পাঠানো হলো পুরুলিয়া আদালতে
বেগুনকোদরে দাঁড়িয়ে থাকা একটি বাসের ব্যাটারি চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোটশীলা থানার পুলিশ । ধৃতের নাম অসিত কুমার । তার বাড়ি কোটশিলা থানার বড়তলিয়া এলাকায় । আজকে ওই ব্যক্তিকে পুরুলিয়া জেলা আদালতে পাঠানো হয় ।