গন্ডাছড়া রামঠাকুর সেবাশ্রমে চুরিকাণ্ড: প্রণামীর টাকা হাতিয়ে নিল চোরেরা শুক্রবার রাতে ধলাই জেলার গন্ডাছড়ায় রামঠাকুর সেবাশ্রমে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরের মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরের দল সেবাশ্রমের প্রণামীর বাক্স ভেঙে নগদ টাকা হাতিয়ে নেয়। সবমিলিয়ে আনুমানিক ১৫ হাজার টাকা চুরি হয়েছে বলে খবর। আজ সকালে বিষয়টি নজরে আসে সেবাশ্রম কর্তৃপক্ষের। এই চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।