উড়িষ্যার বাসিন্দা গীতা মুর্মু ওরফে হেমব্রমকে শুক্রবার পুরুলিয়ার বান্দোয়ান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকাল সাড়ে নটার সময় গীতা মুরমু হেমব্রমকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।জেলা আদালত গীতা মর্মুকে তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। গীতার বিরুদ্ধে অভিযোগ তিনি বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের রাওতাড়া পঞ্চায়েত এলাকার মুচিকাটা টোলা ডুংরীতে ঘাঁটি গেড়েছিলেন।