নলহাটি ২: খলিলপুর সহ অন্যান্য গ্রামে SIR এর ফর্ম পূরণের সহায়তা কেন্দ্রের কাজ খতিয়ে দেখতে যান ব্লকের ফাইভ ম্যান কমিটির সদস্য
নলহাটি দুই নম্বর ব্লকের নওয়াপাড়া অঞ্চলের খালিলপুর সহ আরো অনান্য গ্রামে SIR এর সহায়তা ক্যাম্পের ফর্ম পূরণের কাজ পরিদর্শনে যান তৃণমূলের ব্লকের ফাইভ ম্যান কমিটির সদস্য ও প্রাক্তন ব্লক সভাপতি কুদরতে খোদা। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা ও কর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের ফর্ম পূরণের সহায়তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।