পাড়া: আনাড়া রেলওয়ে স্টেশনে হারিয়ে যাওয়া মানিব্যাগ উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিল আনাড়া আরপিএফ।
Para, Purulia | Nov 24, 2025 আনাড়া রেলওয়ে স্টেশনে হারিয়ে যাওয়া মানিব্যাগ উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিল আনাড়া আরপিএফ। গতকাল আনাড়া থেকে পুরুলিয়া যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন স্বপন মাহাতো বাড়ি পাড়া থানা এলাকার। ট্রেনের অপেক্ষা করার সময় প্ল্যাটফর্মের বেঞ্চে বসে ছিলেন তখনই ওই ব্যক্তির মানিব্যাগ টি পড়ে যায় ও তিনি ট্রেনে চেপে চলে যান। মানিব্যাগের ভেতরে থাকা গেট পাসে ব্যক্তি