ইলামবাজার ব্লক ADA অফিসে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে ডেপুটিশন দেওয়া হয় বিকাল ৫টা নাগাদ। উপস্থিত ছিলেন জেলা ও ব্লকের বিভিন্ন বুথ ও অঞ্চলের নেতৃত্বরা ও অগণিত সাধারণ মানুষ। ডেপুটেশনের কপিতে উল্লেখিত কৃষকদের সমস্ত দাবি গ্রহণযোগ্যতা দিয়েছেন এবং অতি দ্রুত তাদের কার্যকারিতা করা হবে বলে এমনটা জানানো হয়।