নবগ্রাম: ১২ নম্বর জাতীয় সড়কের নবগ্রাম শিবপুর টোল চত্বরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী–স্ত্রীর
১২ নম্বর জাতীয় সড়কের নবগ্রাম শিবপুর টোল চত্বরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী–স্ত্রীর। স্থানীয় সূত্রে জানা যায়, নবগ্রামের আছড়া গ্রামের বাসিন্দা বাপি শেখ ও তাঁর স্ত্রী শুক্রবার বিকেলে বাইকে করে বহরমপুর থেকে পলসন্ডার দিকে ফিরছিলেন। ঠিক সেই সময় পিছন থেকে আসা একটি ডাম্পার বাইকটিকে ধাক্কা মেরে দু’জনকেই পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দম্পতির। খবর পেয়ে পুলিশ ও টোল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে প