পানীয় জলের দাবি নিয়ে পঞ্চায়েতে ঢুকে বালতি হাতে অভিনব প্রতিবাদ জানালো মহিলারা আজাপুর পঞ্চায়েতে। দীর্ঘদিন ধরে পানীয় জল না থাকার কারণে সমস্যায় পড়ছে নবগ্রাম আটপাড়া এলাকার বাসিন্দারা। বারবার পঞ্চায়েত কে জানানোর পরও সুরাহা না মেলাতে আজ এই অভিনব পদ্ধতিতে শুক্রবার দুপুরে এসে পঞ্চায়েতে বিক্ষোভ দেখাতে শুরু করে।