আসন্ন বিধানসভার নির্বাচনে কথা মাথায় রেখে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাইক মিছিল অনুষ্ঠিত হল হরিণঘাটা বিধানসভায়। আজ বৈকাল চারটে নাগাদ হরিণঘাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাইক মিছিলে শতাধিক যুব তৃণমূল কর্মী ও 50 টি বাইক নিয়ে বাইক মিছিল শেষ করে হরিণঘাটা বিধানসভার নগরউখড়াতে তারা রাস্তার মাঝখানে স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের জয়ধ্বনি করেন, আগামী ২৬ শে আসছে কারা বলে সম্বোধন করতে দেখা যায় আজ এমন চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় ।