রঘুনাথগঞ্জ ২: রঘুনাথগঞ্জে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুনের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের উপ প্রধানের দুই ভাই
রঘুনাথগঞ্জে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুনের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের উপ প্রধানের দুই ভাই। গতকাল রঘুনাথগঞ্জের পাতলাটোলা এলাকায় বাবলু সেখ নামে এক তৃণমূল সমর্থককে খুন করার অভিযোগ উঠেছিল গিরিয়া পঞ্চায়েতের শাসক দলের উপ প্রধান কারু সেখ ও তার পরিবারের বিরুদ্ধে। বাবলু শেখকে খুনের অভিযোগে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ উপ প্রধান কারু সেখের দুই ভাই তানজিল শেখ ও হারু শেখ (আসগার সেখ)কে গ্রেপ্তার করেছে। তাঁদের আজ ১০ দিনের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহাকুমা আদালতে তোলা