খয়রাশোল: কারও পৌষ মাস, কারও সর্বনাশ, লোকপুরে আগুনে ভস্মীভূত ক্ষুদ্র চাষির ধান-ছাগল, সর্বস্বান্ত পরিবার
লোকপুর থানার অন্তর্গত বুধপুর গ্রামে সোমবার বিকেলে অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হলেন এক ক্ষুদ্র চাষি। সেখ বাপীর বাড়িতে আগুন লাগলে বস্তা ভর্তি ধান, সাতটি ছাগল, সাইকেল, জল পাম্পের পাইপ ও অন্যান্য সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। বাড়িতে কেউ না থাকায় স্থানীয়রা ধোঁয়া দেখে ছুটে এসে মসজিদের মাইকে খবর দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের তৎপরতায় পাঁচটি ছাগল ও কিছু ধান রক্ষা করা সম্ভব হয়। ক্ষতিগ্রস্ত সেখ ব